জামালপুরে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দয়াময়ী মোড়ে জামালপুর জেলা বিডিআর কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক সিপাহি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সিপাহি খোরশেদ আলম, হাবিলদার আখতারুজ্জামান এবং নায়েক আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
বক্তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা জানান, ওই ঘটনার পর অনেক নিরপরাধ বিডিআর সদস্যকে চাকুরীচ্যুত ও কারাগারে বন্দি করা হয়েছিল। মানববন্ধন থেকে এ ঘটনার পুনঃতদন্ত, কারাবন্দীদের মুক্তি এবং চাকুরীচ্যুতদের পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা ও তাদের পরিবার কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত হয়নি। তারা দেশের প্রতি তাদের নিষ্ঠা ও সমর্থন অব্যাহত রেখেছে।
এই মানববন্ধনে চাকুরীচ্যুত সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।