দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় একই পরিবারের পাঁচ সদস্যসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৪/৩ সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
আটক ব্যক্তিদের মধ্যে বগুড়ার সাবগ্রামের মংলা দেবনাথ (৫২), তার তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) এবং বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথ (১৬) রয়েছেন।
এছাড়াও দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) এবং অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমান (৩৫) আটক হন।
বিজিবি সূত্র জানায়, বিনা পাসপোর্টে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে—এমন খবরের ভিত্তিতে অচিন্তপুর বিওপির সদস্যরা অভিযান চালান। স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সীমান্ত অতিক্রম করা একজনকে বিএসএফের সহায়তায় বিজিবি আটক করে। অনুপ্রবেশে সহায়তাকারী আরও পাঁচজন পালিয়ে যায়।
বিজিবি অভিযানে পাঁচটি মোবাইল ফোন, ১৬টি সিমকার্ড (বাংলাদেশি ও ভারতীয়), চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড এবং একটি ভারতীয় প্যানকার্ড উদ্ধার করে।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে শ্রমিকের কাজ করে আসছেন। সাম্প্রতিক সময়ে বাড়িতে ফিরে এসে আবার অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিরামপুর থানায় হস্তান্তর করে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।