আ.লীগ নেতাকে ছাড়াতে মরিয়া যুবদল নেতা, ব্যর্থ হয়ে ওসিকে বদলির হুমকি

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন
আ.লীগ নেতাকে ছাড়াতে মরিয়া যুবদল নেতা, ব্যর্থ হয়ে ওসিকে বদলির হুমকি

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক মারামারির মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে ছাড়াতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দিয়েছেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। এই ঘটনায় ইসলামপুর থানা পুলিশে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।


পুলিশ জানায়, আব্দুল খালেক চর পুটিমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১১ মার্চ, উপজেলার বেনুয়ারচর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে বেনুয়ারচর সরদারপাড়া গ্রামের মিষ্টার আলী নামক ব্যক্তি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়, যার মধ্যে প্রধান আসামি ছিলেন আনিছুর রহমান এবং তার বাবা আব্দুল খালেক।


রোববার (১৬ মার্চ) রাত ২ টার দিকে পুলিশ আব্দুল খালেককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর থেকেই ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকেন। একসময় তিনি মোবাইল ফোনে ওসি সাইফুল্লাহ সাইফকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেন।


এ বিষয়ে, ওসি সাইফুল্লাহ সাইফ জানান, মলিন তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে বলেছিলেন, যদি তিনি আব্দুল খালেককে ছেড়ে না দেন, তবে তাকে বদলির সম্মুখীন হতে হবে। এ ঘটনার পর, ওসি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর কথা বলেন এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


এদিকে, হামিদুর রহমান মলিনের কাছে এই বিষয়ে জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।