সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকুকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং নাশকতা সৃষ্টির অভিযোগে সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত এবং ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙল প্রতীকে নির্বাচিত হন।
এছাড়া, গত জুলাই-আগস্টে সিলেট বিভাগে ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার ঘটনা ঘটে, যেখানে সিলেটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান হামলা ও নাশকতার ঘটনায় গ্রেফতার হয়েছেন, যার মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
খলকুর রহমানের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে, এবং এটি সিলেটে চলমান রাজনীতির উত্তাল পরিস্থিতির একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।