নিজের ছেলে মা কে মেরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , বগুড়া
প্রকাশিত: মঙ্গলবার ১২ই নভেম্বর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ন
নিজের ছেলে মা কে মেরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি বাড়ি থেকে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দুপুরে র‍্যাব-১২ এর একটি টিম হত্যার এই ঘটনা উদঘাটন করে। নিহত গৃহবধূর নাম উম্মে সালমা খাতুন (৪৫)। তার ছেলে সাদ বিন আজিজুর (১৯) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।


র‍্যাব কর্মকর্তা মো. এহতেশামুল হক খান জানান, সোমবার সকালে গৃহবধূর মরদেহের সন্ধান পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছায়। গৃহবধূর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি একটি ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায়। তদন্তে জানা যায়, সাদ তার মাকে শ্বাসরোধে হত্যা করার পর মরদেহটি ফ্রিজে লুকিয়ে রাখে। 


সাদ বিন আজিজুর হত্যাকাণ্ডের দিন সকালে তার মায়ের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। কয়েক মাস ধরেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। এ দিন, তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হঠাৎ গরম হয়ে ওঠে এবং সাদ পেছন থেকে তার মাকে নাক-মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ডটি চাপা দিতে, সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে কিছু কোপ দেয় এবং ডাকাতি সাজানোর চেষ্টা করে। 


ঘটনার পর, সাদ বাসার মেইন গেট তালা দিয়ে বাইরে চলে যান, কিন্তু তার আচরণ অস্বাভাবিক হওয়ায় প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। র‍্যাব তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। পরে, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।


র‍্যাব কর্মকর্তা আরও জানান, সাদকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, তদন্তের মাধ্যমে হত্যার পেছনের অন্যান্য কারণগুলি উদঘাটন করা হবে।


এদিকে, নিহত গৃহবধূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পরিবারিক অশান্তি ও আর্থিক সমস্যা দীর্ঘদিন