প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০:৫
সৌদি আরবের আল জুবাইলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আল জুবাইল প্রাদেশিক বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল স্থানীয় আল মদিনা হোটেলে সংঘটনের সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী ও সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ ভুঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আবুল খায়ের।
প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম, সংঘটনের প্রধান পৃষ্ঠপোষক আবু সুফিয়ান,সৌদি আরব পূর্বাঞ্চল শ্রমিক দলের সহ সভাপতি জালাল উদ্দীন মোল্লা, যুবদলের আহবায়ক আব্দুস ছালাম, সহ সভাপতি শেখ শওকত হোসেন রনি, সহ সভাপতি রফিক তাজ,লিটন মিয়া,মানিক মিয়া,
শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু জুয়েল,যুবদলের সদস্যসচিব জহিরুল ইসলাম সুমন,দপ্তর সম্পাদক মিরাজ, যুগ্ম সম্পাদক মহসিন খান, টিটু মিয়া, দুলাল মিয়া,নাজমুল হাসান সোহাগ সহ আরো অনেকে।
এসময় আল জুবাইল প্রাদেশিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।