গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০২০ ১২:১৫ অপরাহ্ন
গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী চন্দ্রিমা উদ্যানে জড়ো হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ও খালেদা জিয়ার মুক্তিই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল শপথ।