প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৭
আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নানা চড়াই-উতরাইয়ের পথ-পরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। ৪৩ বছরে পাওয়া দেয়া এ দলটি প্রতিষ্ঠিত হয় ১৯ দফা কর্মসূচির আলোকে।৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ আগস্ট দলের কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা।’প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।