প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১:৫৩
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হতে দু'জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- পাবনা জেলার আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও জেলা শ্রমিক দল নেতা আহসান হাবিব।আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে পাবনা-৪ আসনের ফরম বিক্রি শুরু হয়।
মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়প্রত্যাশীদের ২৫ হাজার জামানতসহ পুরণকৃত ফরম জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ের দফতরে।বিকালে হাবিবুর রহমান হাবিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছ থেকে ফরম সংগ্রহ করেন।