প্রকাশ: ৩১ মে ২০২০, ৫:২৯
সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের সর্বাধিনায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকীতে খুলনায় মহানগরে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সাবেক মহানগর যুবদল এর সভাপতি শফিকুল আলম তুহিন ও মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজিজুল হাসান দুলু,মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়মুর রহমান