রিজভী ভাই ভাবিকে একটুও সময় দেন না’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তার স্ত্রীকে একটুও সময় দেন না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমি সবসময় চিন্তা করি, রিজভী ভাই এমন একটা মানুষ যিনি ভাবিকে একটুও সময় দেন না। তারপরও ভাবি কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে সংসার করে যাচ্ছেন। সংসার দেখভাল করছেন এবং হ্যাপি।’
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রিজভী আহমেদের লেখা ‘সময়ের স্বরলিপি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সময়ের স্বরলিপি’ বইটির প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘আমি এই বইটা পড়তে পারিনি। আমাকে এখানে আসতে বলা হয়েছে। আমি বললাম কেন আসবো? এসে আয়োজন দেখে খুবই ভাল লেগেছে। রিজভী ভাইয়ের ‘সময়ের স্বরলিপি’ আমার মনে হয় উনি একশ ভাগের এক ভাগ স্বরলিপি আকারে লিখেছেন। আশা করি এটা স্বরলিপি চলতেই থাকবে। ১, ২, ৩ আকারে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো, আমরা বই কিনি কিন্তু পড়ি না। এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদীদের সবচেয়ে বড় সমস্যা। আসুন আমরা এই বইটা পড়ি।’ এ সময় চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল সম্পর্কে জাহিদ বলেন, আমরা যখন ছোট ছিলাম মায়ের আঁচল এবং বাপের পকেটের পয়সা নিয়ে কীভাবে সিনেমা দেখতাম। কীভাবে উজ্জ্বল ভাইকে দেখতাম, এটা আমাদের বয়সীরা ভালো বলতে পারবে। আজকের উজ্জ্বল ভাইকে আগের মতো করে চেনা যাবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে পাঠ উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।