আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাইনুল হোসেন নিখিল। আগামী তিন বছর তারা সংগঠনটির নেতৃত্ব দেবেন। শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
শেখ ফজলে শামস পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। পরে তিনি আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। এর আগে বেলা ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস শুরু হয়। আওয়ামী লীগ সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে বর্নাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন।
কংগ্রেসে যুবলীগের সাবেক নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। বর্তমান কমিটির বেশিরভাগ নেতাকে সম্মেলনস্থলে দেখা গেলেও ছিলেন না বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।