প্রায় এক দশক পর আওয়ামী লীগ সর্মথতি সংগঠন মহলিা শ্রমকি লীগরে নতুন নতেৃত্ব ঘোষণা করা হয়ছে। এতে সভাপতি হয়ছেনে সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হসিবেে দায়ত্বি পয়েছেনে কাজী রহমিা আক্তার সাথী। আজ শনবিার রাজধানীর খামার বাড়তিে কৃষবিদি ইনস্টটিউিট মলিনায়তনে সংগঠনটরি সম্মলেন উদ্বোধন করনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা।
সম্মলেনরে দ্বতিীয় অধবিশেনে সারা দশেরে কাউন্সলির ও ডলেকিটেদরে র্সব-সম্মতক্রিমে এই কমটিি হয়ছেে বলে জানয়িছেনে আওয়ামী লীগরে উপ-দফতর সম্পাদক বপ্লিব বড়ুয়া।
তিনি জানান, মহলিা শ্রমকি লীগরে সাবকে র্কাযকরী সভাপতি সুরাইয়া আক্তারকে সভাপতি, সাবকে সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়াকে র্কাযকরী সভাপতি ও সাবকে সাংগঠনকি সম্পাদক কাজী রহমিা আক্তারকে সাধারণ সম্পাদক হসিবেে দুই বছররে জন্য দায়ত্বি দয়ো হয়ছে। বপ্লিব বড়ুয়া বলনে, আগামী এক সপ্তাহরে মধ্যে এই কমটিরি নতোরা ৪৫ সদস্যরে র্পূনাঙ্গ কমটিি ঘোষণা করবনে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।