বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছে। রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা। প্রধানমন্ত্রীর নেওয়া সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে। সফল করতে একে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে।’
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলা মহিলা কলেজ মাঠে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি একথা বলেন। মেনন বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এখনও অঘটন ঘটাতে মৌলবাদীরা তৎপর। ইউটিউবে তারা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। সবার উচিত হবে এদের বিরুদ্ধে দাঁড়ানো।’ গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির বিস্তৃতি ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাজনীতির মান উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতিকে কাজে লাগানো যাবে না।’
উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফাইজুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি অতুলন দাস আলো, ওয়ার্কার্স পার্টির নেতা এ.টি.এম শাহজাহান তালুকদারসহ অনেকে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।