আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ৩০ নভেম্বরের মধ্যেই সব সহযোগী সংগঠনের সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত জরুরী বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ৩০ নভেম্বরের মধ্যেই সব সহযোগী সংগঠনের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন। আওয়ামী লীগের সমচিন্তার নয় এমন কেউ যাতে দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পরে সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন সভানেত্রী।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।