
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে বাইক শোডাউন বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, আপা (প্রধানমন্ত্রী) ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে নিষেধ করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানান লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ছয় সহসভাপতি এবং ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব