রোকেয়া হলে রাতভর আন্দোলনের নেতৃত্ব দেয়া শ্রবণা শফিক দীপ্তি বলেছেন, ভিসি প্রক্টর প্রভোস্ট নির্লজ্জের মতো পালিয়ে ছিলেন। ছাত্রলীগ তাদের আগলে রেখেছিলো। সকালে ভিসি স্যার বললেন আমাদের হাত পা ভেঙে দিবেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে নিজের ফেসবুক ওয়ালে তিনি এ কথা জানান।
দীপ্তি লিখেছেন, ওয়াও স্যার। হেলমেট বাহিনীদেরকে দিয়ে ভাঙবেন? আওয়ামী পরিবারের জন্ম নেয়া এই নেত্রী ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই পদে ছাত্রলীগের প্রার্থী জয়ী হন। দীপ্তি আরও লিখেছেন, আপনার তো মেরুদন্ড নাই স্যার, হাড় ভাঙতে তো দাড়ানো লাগে। দাড়াতে পারবেন তো আমাদের সামনে?
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।