
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ২২:৫

ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন ‘মশার ঘুমের ওষুধ’ এনেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি লিফলেট বিতরণকালে তিনি এই কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নেতৃবৃন্দকে নিয়ে সকাল ১১টায় বেইলি রোডের বিপণি বিতান ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর দলীয় লিফলেট বিতরণ করেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন. “প্রধানমন্ত্রী বলছেন যে, ডেঙ্গুর জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। কী ব্যবস্থা নিয়েছেন? আপনার সিটি করপোরেশন কী ব্যবস্থা নিয়েছে? সিটি করপোরেশন তো এখানে অনেক ধরনের কথা বলেছে, তামাশামূলক কথাবার্তা বলেছে। কারণ তাদের ফাইট করার জন্য মশা মারার যে ওষুধগুলো দরকার সেটা ছিলো না।”তিনি বলেন, “তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে সেটা হচ্ছে মশার ঘুমের ওষুধ, মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে- সেই ওষুধ। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে সেই ওষুধ নেয়নি। অত্যন্ত স্পষ্টভাবে এটা প্রমাণিত হয়েছে।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব