
প্রকাশ: ৬ আগস্ট ২০১৯, ২২:১৫

ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিচ্ছন্নতা কর্মসূচির নামে ফটোসেশন না করার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি সভায় তিনি এ পরামর্শ দেন। ওবায়দুল কাদের বলেন, “ঢাকা সিটিতে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যতটা মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনো এটা নিয়ন্ত্রণে আসেনি।” তিনি বলেন, “ডেঙ্গু মোকাবেলার কর্মসূচি আমার সিরিয়াসলি, সিনসিয়ারলি নিয়েছি। দেশের স্বার্থে, দলের স্বার্থে আমাদের নেত্রীর নির্দেশনায় আমরা এ কাজটি করব।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব