স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ১১:১৩ পূর্বাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি বিএনপির

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে  বৈঠকে ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক বন্যা ও ডেঙ্গু পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দলের পক্ষ থেকে সারা দেশে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করব। এরই মধ্যে ড্যাব নেতারা এ কাজ শুরু করছেন। মূল দলের সঙ্গে অঙ্গ সংগঠনগুলো এসব কাজে যুক্ত থাকবে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সচেতন করতে আমরা লিফলেট বিতরণ করব। মির্জা ফখরুল বলেন, সরকার ডেঙ্গু সংকটটাকে লেজে গোবরে করে ফেলেছে। একদিকে সিটি করপোরেশন তাদের কথা বলছেন মেয়ররা, যে কথার সঙ্গে বাস্তবতার মিল নেই। কখনো তারা গুজব বলে উড়িয়ে দিচ্ছে, কখনো বলছে, তারা যথাসাধ্য চেষ্টা করছে। এখানে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, সিটি করপোরেশন মশা নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং অনেক আগেই আইসিডিডিআরবি তারা পূর্ব সতর্কবার্তা দিয়েছিল। যে ওষুধগুলো তারা ব্যবহার করছে এগুলো কার্যকর নয়। যে ওষুধগুলো কার্যকরী সেগুলো তারা ব্যবহার করতে বলেছিল। সিটি করপোরেশনগুলো এসব গুরুত্ব না দিয়ে তারা ৫০ কোটি টাকার ওষুধ ব্যবহার করছে। কিন্তু সত্যি কথা বলতে আমার এলাকায় আমি এখন পর্যন্ত মশা নিধন কর্মসূচি দেখতে পাইনি।’

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের পদত্যাগ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ডেঙ্গু এত মহামারী আকার ধারণ করেছে যেটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা বলতে চাই, দুই মেয়র শুধু কথাই বলছেন, কোনো কাজ করছেন না। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মশা নিধন করতে। দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি পরবর্তী বিষয়গুলো মনিটরিং করতে ব্যর্থ হয়েছেন। তিনি কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি সেজন্য আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

ইনিউজ ৭১/এম.আর