
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ১:২৭

হোসেন মোঃ এরশাদ একাধারে একজন সামরিক সৈরশাসক, মুক্তিযুদ্ধকালে সুযোগ থাকার পরেও মুক্তিযুদ্ধে যোগ না দিয়ে ছিলেন পাকিস্তানি বাহিনীর পক্ষে। নিয়োগ পেয়েছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিতে পালিয়ে আসতে চেষ্টা করা সামরিক বাহিনীর সদস্যদের জন্য গঠিত সামরিক ট্রাবুনালের চেয়ারম্যান পদে। তার ক্রীত অপরাধের বিচার না হয়ে ১৯৯১-৯৬ বাদে দীর্ঘ আটচল্লিশ বছর ছিলেন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে। আজ তার জীবনাবসান হয়েছে। বিশ্বের অপরাপর সৈরশাসকদের ন্যায় নয় সে বিদায় কালেও রাষ্ট্রীয় মর্যাদা নিয়েই বিদায় নিচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। একজন সাংসদ ও সর্বশেষ বিরোধীদলীয় নেতা হিসাবে তার মরদেহ মহান পার্লামেন্ট ভবনে আসবে জানাযা শেষে স্পীকার মন্ত্রী, রাজনৈতিক নেতারা তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাবেন। মহাজোট নেতা হিসাবে তার শরিক দলের নেতারা কেউ কেউ হয়তো কান্নায় ভেঙ্গে পড়বেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব