কাদের সিদ্দিকীর বাম চোখে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৮শে এপ্রিল ২০১৯ ০২:৩২ অপরাহ্ন
কাদের সিদ্দিকীর বাম চোখে অস্ত্রোপচার

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বাম চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ ফ্যাকো সার্জারির মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচার শেষে সকাল ১১টার দিকে বঙ্গবীর তার মোহম্মদপুরের বাসায় ফিরে যান। দুই বছর আগে নয়া দিল্লিতে তার ডান চোখের অপারেশন হয়।
কাদের সিদ্দিকীর আশু সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর