প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১৭:৫২
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ মঙ্গলবার। সেতুমন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাছের এ তথ্য জানান। আবু নাছের আরও জানান, মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা জানতে আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তার বাইপাস সার্জারির বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। আগামীকাল বুধবার অথবা পরদিন বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের বাইপাস করা হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
ইনিউজ ৭১/এম.আর