প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৩০
জুলাই সনদ নিয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহ দেখাচ্ছে। তবে তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে, যা নিয়ে আলোচনার সুযোগ আছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হবে এবং সব দলকে নিয়ে ঐক্যমত্য গড়ে তোলা সম্ভব হবে।
বিএনপি নেতা আরও বলেন, বুধবার একটি দল অভিযোগ করেছে যে, বিএনপি নাকি চাপে পড়ে জুলাই সনদে গণভোটের প্রস্তাব মেনে নিয়েছে। কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট—জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এভাবে জনগণের মতামত যাচাই করাই হবে গণতান্ত্রিক পথ।
সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রজ্ঞাপন জারি করে জুলাই সনদকে আইনি কাঠামো দিতে পারেন। সব সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে এবং আইনসম্মতভাবে। এতে ভবিষ্যতে কেউ এই সনদকে বাতিল করার দাবি তুলতে পারবে না। এজন্য সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, চব্বিশোত্তর বাংলাদেশ হবে নতুন প্রজন্মনির্ভর। পরিবর্তনের মূল চেতনা হতে হবে মেধা, জ্ঞান ও প্রযুক্তি। সমাজের সব স্তরে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র। তাই খাতভিত্তিক গবেষণা ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। কর্মমুখী শিক্ষা ও সময়োপযোগী কারিকুলাম নির্ধারণ এখন সময়ের দাবি।
তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যার কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আত্মনির্ভরশীল হতে হবে, নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল পরিবর্তনের, যা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়া প্রয়োজন।
শেষে তিনি বলেন, যত সংস্কারই করা হোক না কেন, মানসিক সংস্কার আগে আনতে হবে। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।