প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:০
জুলাই সনদের খসড়া প্রকাশ করায় সরকারকে কড়া সমালোচনার মুখে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, এই প্রক্রিয়া একপাক্ষিক এবং গণতান্ত্রিক ঐকমত্যের পরিপন্থী। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বিরতির সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, আলোচনার পদ্ধতি নিয়েই কোনো সুনির্দিষ্ট আলোচনা না করেই খসড়া প্রকাশ করা হয়েছে, যা পুরো সংলাপ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
সংলাপ চলাকালীন বিভিন্ন ইস্যুতে ঐকমত্য সৃষ্টি হলেও, তা আইনি ভিত্তি ছাড়া কার্যকর হবে না বলে মনে করেন জাবেদ রাসিন। তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনের আগেই যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর আইনগত ভিত্তি তৈরি করতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনায় 'র্যাঙ্ক চয়েস' পদ্ধতির প্রসঙ্গ উঠে এসেছে। জাবেদ রাসিন জানান, বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্যের একটি ভোটিং কমিটি গঠনের প্রস্তাব এনেছে কমিশন। এই প্রস্তাবে এনসিপি একমত হয়েছে এবং প্রায় সব রাজনৈতিক দলও একমত হয়েছে, শুধু বিএনপি ও তাদের কয়েকটি মিত্র দল ছাড়া।
তিনি আরও বলেন, এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মৌলিক রাজনৈতিক সংস্কার ছাড়া ‘ফ্যাসিবাদী কাঠামো’ ভাঙা সম্ভব নয়। এ কারণে যদি এসব সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে জুলাই সনদে সই করা হবে কি না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাবেদ রাসিন দাবি করেন, একটি কার্যকর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে খসড়া নয়, বাস্তবভিত্তিক ও অংশগ্রহণমূলক সমঝোতার রূপরেখা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই প্রকাশিত খসড়া মূলত রাজনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলবে।
জাতীয় নাগরিক পার্টি এ বিষয়টি নিয়ে আরও গণআলোচনার দাবি জানিয়েছে এবং খসড়া পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যাতে সব পক্ষের মতামতকে সমান গুরুত্ব দেওয়া যায়।