প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৬
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে অনুষ্ঠিত পথসভায় গডফাদারতন্ত্র, মায়িয়াতন্ত্র, পরিবারতন্ত্র এবং স্বৈরতন্ত্র দূর করে জনতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা এক গডফাদার ছিলেন এবং তার আন্ডারে সারাদেশে ছোট ছোট গডফাদাররা ছিল। জাতীয় নাগরিক পার্টি সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছে এবং তারা নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেবে না।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সারা বাংলাদেশের জন্য কাজ করবে। তিনি কক্সবাজারের মানুষের সংগ্রাম ও সাহসিকতার প্রশংসা করে বলেন, এই অঞ্চল পর্যটনের জন্য বিখ্যাত হলেও পর্যটন শিল্পের সঠিক মর্যাদা এখনও দেয়া হয়নি। তিনি আরও বলেন, পর্যটনশিল্পের নামে এখানে লুটপাট হয়েছে যা বন্ধ করতে হবে। পরিবেশবান্ধব ও মানুষের অধিকার রক্ষায় কক্সবাজারকে একটি মডেল এলাকায় পরিণত করতে হবে।
নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকটের বিষয়েও গুরুত্ব দেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশে দরদ রয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তাদের দায়িত্ব নেয়া দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি রোহিঙ্গাদের দেশে সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনের আহ্বান জানান এবং বলেন, কক্সবাজারের মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত না হওয়া পর্যন্ত এই সংকট সমাধানে পদক্ষেপ নিতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ড. ইউনূস এবং বিশ্ব বিবেকের প্রতি আবেদন জানাবেন যেন রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান হয়। নাহিদ ইসলামর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা সকল ধরনের অশুভ প্রথা দূর করে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, মায়িয়াতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান হলে দেশ হবে প্রকৃত অর্থে জনগণের অধিকার প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের জন্য একটি উন্নত ও স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই পথসভা বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি এবং দেশের নানা প্রান্তের মানুষের একত্রিতকরণের প্রতীক হিসেবে গুরুত্ব বহন করছে।