প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:১৬
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর পরিকল্পিত হামলার জন্য শেখ হাসিনার সমর্থকদের দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় বুধবার রাতে এ অভিযোগ তোলা হয়, যেখানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতেই এই হামলা হয়েছে এবং বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। বিএনপি নেতারা এ সময় গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন এবং বলেন, রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সকল দলেরই দায়িত্বশীল আচরণ করা উচিত, যাতে করে কোনো অশুভ শক্তি
সুযোগ নিতে না পারে। বিএনপি আরও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দেশে মাদক, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয় সংসদ নির্বাচনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদের হত্যাকাণ্ডের পর বিএনপিকে দোষারোপ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অশালীন বক্তব্যেরও তীব্র নিন্দা জানানো হয়। বিএনপি দাবি করে, এই ঘটনাকে কেন্দ্র করে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে যেসব অশালীন ও অপমানজনক বক্তব্য ও স্লোগান দেওয়া হয়েছে, তা জাতিকে
বিক্ষুব্ধ করেছে। নেতারা মনে করেন, এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড দেশের রাজনীতিকে আরও নষ্ট করবে এবং আগামী নির্বাচনের প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানানো হয়। স্থায়ী কমিটির এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।