প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৮:১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন তার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগে থেকেই ইশরাক হোসেন জানিয়েছিলেন, সরকার যদি তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজে সমর্থকদের নিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন। গত রোববার এ ঘোষণা দেন তিনি এবং একই দিনে তিনি জানিয়েছেন যে, জনগণের দৈনন্দিন সেবা তার তত্ত্বাবধানে চলতে থাকবে এবং নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়া থাকবে। সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে ইশরাক হোসেনের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা ছিল।
সভায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, যাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন এবং পরে তিনি নিজেও সেখানে উপস্থিত হন।
রোববারের ঘোষণার পর সোমবার অনুষ্ঠিত সভায় জরুরি সেবা চালুর জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভার শেষে ইশরাক হোসেন গণমাধ্যমকে নতুন কর্মসূচি ও সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে। তার এই উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের সেবা নিশ্চিতে সরকারের ভূমিকা নিয়ে নতুন রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। ইতোমধ্যে তার এই দাবিকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও তর্ক- বিতর্ক শুরু হয়েছে। তবে সরকারি দিক থেকে এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে চলমান এই অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে কী রূপ নেবে, তা সময়ই বলে দেবে। তবে ইশরাক হোসেনের এই কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।