রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শুরু হওয়া এই সমাবেশে নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে হেফাজত নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে বলেন, "শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়নের চেষ্টা করবেন না।" তারা নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচারের দাবি জানান।
হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, "হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত, কিন্তু কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি মেনে নেওয়া হবে না।"
তারা প্রশ্ন তোলেন, "পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হলেও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের ওপর সংঘটিত গণহত্যার বিচার কেন নিশ্চিত করা হয়নি?" এ নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়।
হেফাজত নেতারা আরও বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের মামলা প্রত্যাহার করা হলেও হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বহাল রয়েছে। এসব মামলা অবিলম্বে বাতিল করতে হবে।"
নারীবিষয়ক সংস্কার কমিশন নিয়ে তীব্র সমালোচনা করে তারা বলেন, "এই কমিশনের প্রস্তাবনা কুরআন-সুন্নাহবিরোধী। এটি পাস হলে আমরা জীবন দিয়ে প্রতিরোধ করব।" মুফতি ফখরুল ইসলাম বলেন, "এই কমিশনের প্রতিবেদন ১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে, এটি অবিলম্বে বাতিল করতে হবে।"
সমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের সক্রিয় ভূমিকা কামনা করা হয়। তবে মূল আলোচনায় নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিই প্রাধান্য পেয়েছে।