প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২২:৩০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে অন্তর্বর্তী সরকারকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তিনি বলেন, এ সিদ্ধান্তের সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি-শৃঙ্খলার বিষয়টি জড়িত। সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় এক গণসংযোগে তিনি এসব মন্তব্য করেন।