প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫২
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, আওয়ামী লীগ এখন জামায়াত ও এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করছে।
সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুবদল সব সময় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে। যেকোনো অপরাধ সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে টেলিফোনের মাধ্যমে খোঁজ নেয়া হচ্ছে এবং তদন্ত টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মুন্না জানান, ইতোমধ্যে অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত অনেক নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে। দলকে পরিচ্ছন্ন ও সংগঠিত রাখতে কোনো রকম ছাড় দেয়া হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের নির্দেশনায় ৫ আগস্টের পর থেকে যুবদল নেতাকর্মীরা মসজিদ ও মন্দিরে পাহারা দিয়েছে বলে জানান মুন্না। তিনি বলেন, শুধু উপাসনালয়ই নয়, অনেক জায়গায় পুলিশ স্টেশনেও আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন, দলের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে দলের স্বার্থে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের বহিষ্কারসহ নানা শাস্তির আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং গণআন্দোলনের পরিবেশ তৈরি করতে যুবদল সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি পর্যায়ে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
মুন্না অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য নানা ধরনের অগণতান্ত্রিক ও বিতর্কিত শক্তির উপর নির্ভর করছে। তিনি দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।