হিজলায় যৌথ অভিযানে দশমণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ০৯:৩৯ অপরাহ্ন
হিজলায় যৌথ অভিযানে দশমণ জাটকা জব্দ

বরিশালের হিজলা উপজেলার মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশ মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছেন। ১৫ মার্চ শনিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের নেতৃত্বে হিজলা নৌপুলিশের সাব ইন্সপেক্টর মোঃ রমজান গাজী ও তাদের অন্যান্য সদস্যরা বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজারের কাছে অভিযানে যান। তারা একটি ট্রলার থেকে বেশ কয়েকটি বেহুন্দী জাল দিয়ে শিকার করা প্রায় ১০ মন জাটকা জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


অভিযানের পর জব্দকৃত জাটকা হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ অহিদুজ্জামানের উপস্থিতিতে ফাঁড়ির সামনে থেকে ৬টি এতিমখানা ও মাদরাসাসহ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম রক্ষা করা যায় এবং অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধ করা সম্ভব হয়।


এতে মৎস্য জাগরণ এবং জাটকা রক্ষার লক্ষ্যে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং নৌপুলিশের এই যৌথ অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।