জঙ্গি ছিনতাই নাটক কিনা জনমনে প্রশ্ন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২১শে নভেম্বর ২০২২ ০৮:৩৭ অপরাহ্ন
জঙ্গি ছিনতাই নাটক কিনা জনমনে প্রশ্ন: ফখরুল

গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করতে পারে পুলিশ। কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার সময় কিছুই করতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, জঙ্গি ছিনতাই ইস্যু ক্ষমতায় টিকে থাকার নতুন নাটক কিনা জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে।


বিদ্যুতের দাম বাড়ানোকে মরার উপর খাঁড়ার ঘা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর আভিযোগ করেন, রাজধানীতে ১০ তারিখের সমাবেশ ব্যাহত করতে গণসমাবেশের আগে নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে পুলিশ। সমাবেশ দেখে ভিত হয়ে গেছে সরকার। যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে গোটা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তবে, সরকারের সব বাধা-বিপত্তি মোকাবেলা করেই বিভিন্ন বিভাগে গণসমাবেশ সফল হয়েছে।


এ সময় ছাত্রদল নেতা নয়ন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।