আশাশুনিতে রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষক অসিত বরন ঢালী।
সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে সর্বদা পাচার ও নির্যাতনকে অন্যায় অপরাধ হিসেবে গণ্য করতে শপথ বাক্য পাঠ করা হয় এবং সাতক্ষীরা জেলার মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও ভিডিও ডকুমেন্ট প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তৃপ্তি বিশ্বাস, সাগর, শাহী, সুরাইয়া, সুমাইয়া, শাকিল, মন্দিরা, হীরা ও সাথীকে পুরস্কার প্রদান করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।