২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচনের বিতর্ক: ২২ সাবেক ডিসির চাকরি শেষ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন
২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচনের বিতর্ক: ২২ সাবেক ডিসির চাকরি শেষ

আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী ২২ জন জেলা প্রশাসক (ডিসি)কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলো নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এসব নির্বাচনে রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, এই সরকার তিন মেয়াদে ক্ষমতায় থাকায় এসব বিতর্কিত ঘটনা ঘটেছে। তিনি আরও যোগ করেন, ওই সময়ের ডিসিরা নেতিবাচক ভূমিকা রেখেছিল। তাদের কেউই প্রতিবাদ করেনি বা পদত্যাগ করেনি। 


সিনিয়র সচিব জানান, ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। তিনি বলেন, বর্তমানে সচিব পদে থাকা সাবেক ২২ জন ডিসিকে বাধ্যতামূলক অবসরের আদেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে চায়। 


২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩৩ জন ডিসিকেও ওএসডি করা হয়েছিল। এছাড়া, সচিব শূন্য থাকা সাত মন্ত্রণালয় ও বিভাগ নিয়েও আলোচনা হয়েছে। তথ্য সার্ভিসকে একক সার্ভিসে একীভূত করার প্রস্তাব নিয়েও প্রশ্ন উঠেছে। সিনিয়র সচিব এ বিষয়ে সতর্ক করেছেন যে, এটি অকার্যকর হতে পারে। সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে, এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে, বিতর্কিত নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই পদক্ষেপ প্রশংসা ও সমালোচনা দুইই পাচ্ছে।