খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূর্ণমোহন পাড়া থেকে এক উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) প্রথম প্রহরে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় পানছড়ি থানার এসআই সদানন্দ বৈদ্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা থেকে মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) কে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ওপেন্দ্র ত্রিপুরা স্বীকার করেন যে তিনি একটি উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্য। তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।