প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ২১:২৮
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান সমকালকে জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের সামনে মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইকোর্টের সামনে মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা দায়ের করে। এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্মমহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর