বিএনপি নেতা গাজী মারুফের কবর জিয়ারত করলেন নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ন
বিএনপি নেতা গাজী মারুফের কবর জিয়ারত করলেন নাসের রহমান

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা গাজী মারুফ আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। বুধবার বিকেলে কবর জিয়ারত শেষে তিনি গাজী মারুফের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।  


এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এম নাসের রহমানের সঙ্গে ছিলেন। কবর জিয়ারতের পর তিনি গাজী মারুফের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের শোকের এই সময়ে সমবেদনা জানান। তিনি পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, গাজী মারুফের অবদান এবং স্মৃতি বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।  


গাজী মারুফ ছিলেন মৌলভীবাজার বিএনপির অন্যতম সক্রিয় নেতা। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দলের প্রতি সব সময়ই নিষ্ঠাবান ছিলেন। তাঁর অকালে প্রয়াণে মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  


নাসের রহমান বলেন, গাজী মারুফ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তাঁর অভাব পূরণ করা সহজ নয়। তিনি দলের প্রতি যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা দলের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।  


এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, গাজী মারুফ সব সময়ই দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। দলের কঠিন সময়েও তিনি সাহসিকতার সঙ্গে দলের পাশে থেকেছেন। তাঁর এই অবদান আমরা কখনো ভুলব না।  


গাজী মারুফের পরিবারের সদস্যরা শোকের সময়ে তাদের পাশে থাকার জন্য নাসের রহমান ও অন্যান্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তারা বলেন, এই কঠিন সময়ে দলের এই সমর্থন তাদের অনেকটাই শক্তি জুগিয়েছে।  


কবর জিয়ারত ও শোকপ্রকাশের এই আয়োজন জেলার বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে দলীয় সংহতি ও সহানুভূতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতারা বলেন, গাজী মারুফের স্মৃতি ও আদর্শ ধরে রেখে তারা একত্রে কাজ করে যাবেন।  


এম নাসের রহমান বলেন, গাজী মারুফের পরিবারের পাশে থাকার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।