শিক্ষাজীবন শেষ করার আগেই ছাত্ররা দেশ চালানোর চিন্তা করলে তা দেশ ও সমাজের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইটি বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, "ছাত্ররা আগামী দিনের নেতা, তারাই দেশ পরিচালনা করবে। তবে শিক্ষাজীবন শেষ করার আগে নেতৃত্বে আসার চেষ্টা করলে সিস্টেম ভেঙে পড়বে। ছাত্রদের উচিত শিক্ষকদের কথা শোনা এবং শিক্ষাজীবনে মনোযোগী থাকা।"
প্রযুক্তি এবং সেবার মান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, "দেশে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, কিন্তু হয়রানি এবং অনিয়ম এখনো রয়ে গেছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নত হওয়া প্রয়োজন।"
সেমিনারে সংস্কারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি। বলেন, "সংস্কার ব্যক্তি পর্যায়ে শুরু না হলে, হাজারো সংস্কার কমিশন গঠন করেও সমাজে কোনো উন্নতি আনা সম্ভব নয়। প্রকৃত সংস্কার মানে ব্যক্তিগত মূল্যবোধের পরিবর্তন।"
এ সময় তিনি সিকিউরিটি ট্যাবু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "পৃথিবী সিকিউরিটি ট্যাবু দ্বারা প্রভাবিত হচ্ছে, যা মানুষকে আতঙ্কিত করছে। নিরাপত্তা নিশ্চিতের নামে মানুষের স্বাধীনতা সীমিত হয়ে পড়ছে।"
সেমিনারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মঈন খান বলেন, "প্রযুক্তি আমাদের জীবনে সুযোগ তৈরি করেছে, তবে এটি সঠিকভাবে ব্যবহার করতে না পারলে তা ক্ষতির কারণ হবে।"
এ ধরনের সেমিনার ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি এবং নেতৃত্বের বিষয়ে সচেতন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শিক্ষাজীবনে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে প্রযুক্তি খাতের উন্নয়ন এবং সামাজিক সংস্কার নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।