বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৬:০৫ অপরাহ্ন
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার (২১ ডিসেম্বর) এক পূর্বাভাসে এই তথ্য জানায়।


পূর্বাভাসে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার সকাল ৬ টায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দর থেকে নিম্নচাপটির অবস্থান যথাক্রমে ১ হাজার ২৬৫ কিলোমিটার, ১ হাজার ২২০ কিলোমিটার, ১ হাজার ১৪০ কিলোমিটার এবং ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। 


নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এ সময় সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। সেই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এসব নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। 


এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলো এবং উপকূলীয় এলাকায় আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।