যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসুমুদ্রে পরিণত হবে

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: শনিবার ১৯শে নভেম্বর ২০২২ ০৮:৫৩ অপরাহ্ন
যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসুমুদ্রে পরিণত হবে

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভা জনসুমুদ্রে পরিণত হবে। যশোরের জনসভার মাধ্যমে ২০২৩ সালের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ জনসভার মাধ্যমে প্রমাণ করতে হবে আওয়ামী লীগ কোনো দুর্বল দল নয়। আওয়ামী লীগই মাঠে থাকবে। বিএনপি-জামায়াত মাঠে থাকবে না। 


তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হবে।


শনিবার বিকালে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভার প্রস্তুতি বিষয়ে পৌরসভার সভাকক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 


কেশশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ^াস, শাহাদাৎ হোসেন, শেখর রঞ্জন দাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক অলিয়ার রহমান, আব্দুল আলিম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শামছুন্নাহার লিলি, মশিয়ার দফাদার, আব্দুর রশিদ,  জি এম মিজানুর রহমান মিল্টন, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনি, আমানুর রহমান খান, আব্দুল লতিফ রানা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার প্রমুখ।  


মতবিনিময় সভায় কেশবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।