বিশ্ব ইজতেমা উপলক্ষে ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব বিদেশি মিশনের রাষ্ট্রদূতের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন ও ইসরায়েল—এই ১৪ দেশের নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
এ সিদ্ধান্তের উদ্দেশ্য, বিশ্ব ইজতেমার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলনকে ঘিরে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়ানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার আগে তাদের জমা দেওয়া নথিপত্র সঠিকভাবে যাচাই করতে হবে।
৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এই সতর্কতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় বলা হয়, ইজতেমার জন্য বিদেশি মেহমানদের তালিকা, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগামী ২০ ডিসেম্বরের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বরাবর পাঠাতে হবে।
বিশ্ব ইজতেমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে দু’টি পক্ষ—জুবায়েরপন্থি এবং সাদপন্থিরা আলাদাভাবে অংশ নেবেন।
এদিকে, ভারতের পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, ইজতেমার জন্য ভারতের পক্ষ থেকেও ভিসা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে বাংলাদেশের প্রশাসন তাদের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এই সতর্কতার পাশাপাশি, ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।