আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় আট দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার এই রায় দেন আদালত, যেখানে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১১টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
কামরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি সাবেক খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া, তার নামে রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট ও জমি, দুটি বিলাসবহুল গাড়ি এবং দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।
তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, আইন প্রতিমন্ত্রী থাকাকালে কর্মচারী নিয়োগে দুর্নীতি ও ঘুস নেওয়ার। এদিকে, গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিরা নানা হত্যার মামলা ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। কামরুল ইসলামও সেই তালিকায় সর্বশেষ নাম।
বর্তমানে তিনি আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে তিনি ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।