সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা তাঁতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানাবেন জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
এর আগে গতকাল বুধবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট শতভাগ ঐক্যবদ্ধ আছে। কাউন্সিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের ঐক্যের লক্ষ্য হল সবাইকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করব, সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেব সেই জাতীয় ঐক্যকে। এর আগে, গণফোরামের প্রস্তুতি সভায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, ড. রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন। আগামী ২৩ ও ২৪ মার্চ ঢাকায় গণফেরামের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।