গাজার অবরুদ্ধ ভূখণ্ড এবং লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, বুধবার রাতভর চালানো হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গাজার উত্তরাঞ্চলে ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। একই সময়ে, এক লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৫৩ জন নিহত এবং ১৬১ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ১০৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১৪ হাজার মানুষ।
এই হামলার ফলে ফিলিস্তিন ও লেবাননের মানুষের জন্য মানবিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এসব হামলার নিন্দা জানানো হলেও, সংঘাতের নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি।
এটি দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে, যার প্রভাব গোটা অঞ্চল জুড়ে বিপর্যয়কর হয়ে উঠছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।