পাঁচবিবি সীমান্তে নবদম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: রবিবার ২০শে অক্টোবর ২০২৪ ০৪:৩৪ অপরাহ্ন
পাঁচবিবি সীমান্তে নবদম্পতি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এক নবদম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে উপজেলার সীমান্তের ২৮১/৪৯ পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পাসপোর্ট আইনে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করেন বিজিবি। আটক দম্পতি শরীফ আহাম্মেদ (২৮) ও স্ত্রী লাভলী খাতুন (২০) উভয়ের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলা সদরে।


কয়া বিওপি কমান্ডার নাঈমুল ইসলাম জানান,সীমান্তের ২৮১/৪৯ পিলার এলাকায় বিজিবি টহল দেয়। এসময় ২’জন নারী-পুরুষ ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদেরকে আটক করে। একে-অপরে তারা স্বামী-স্ত্রীর পরিচয় দেয়। শরীফের মামার বাড়ি ভারতে নববধুর আশির্বাদ নেওয়ার জন্য ভারতে যাচ্ছিলেন। পাসপোর্ট আইনের মামলা দায়ের পর থানা পুলিশে কাছে রাতেই সোর্পদ করা হয়েছে। 


 পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওছার আলী বলেন, ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ২’জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। বিজিবি সদস্য নাঈমুল ইসলাম বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছেন। রবিবার সকালে তাদের আদালতের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।