খুলছে কাজীপাড়া স্টেশন, বিকাল থেকে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শুক্রবার ২০শে সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ন
খুলছে কাজীপাড়া স্টেশন, বিকাল থেকে চলবে মেট্রোরেল

সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল চলাচলের দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণ হলো। ঢাকা নগরবাসীর জন্য সুখবর হলো, এবার শুক্রবারেও মেট্রোরেল চলবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও আজ থেকে পুনরায় চালু হচ্ছে।


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। ট্রেন চলবে প্রতি ১২ মিনিট পরপর, যা রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে।


আব্দুর রউফ বলেন, “কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং কিছু যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে।” তিনি আরও জানান, ক্ষতির নির্ধারণের কাজ শেষ হলে দরপত্রের মাধ্যমে জানানো হবে মোট ক্ষতির পরিমাণ।


নগরবাসীর চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেলের চলাচলের সময়সীমা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, “যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে সময়সীমা আরো বাড়ানো হবে।”


নতুন পরিবর্তনের ফলে শুক্রবার শহরের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা কাজের কারণে শুক্রবারেও বের হন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মেট্রোরেলের এই সম্প্রসারণ নগরীকে আরও আধুনিক ও কার্যকরী করে তুলবে।


মেট্রোরেল ব্যবস্থার এই নতুন সূচনার ফলে নগরবাসী আশা করছে, রাজধানীর যানজট পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং যাতায়াতের ক্ষেত্রে সময় সাশ্রয় হবে। মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি নগরবাসীর আস্থা এবার আরও দৃঢ় হয়েছে। 


এখনকার যুগে পরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আর নতুন পদক্ষেপগুলো সেই প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।