পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরকে আহ্বায়ক, মনিরুজ্জামান মিয়াকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও এইচ এম দ্বীন মোহাম্মদ কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, জিয়াউল হাসান নিক্সন, বদরুজ্জামান মিয়া, বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, সদস্য হলেন, শাহ ইমরান ফারুক ও সাফিউল আজম দুলাল। গত ২৭ নভেম্বর পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
উল্লেখ্য আগামী এক সপ্তাহের ভিতরে ৩১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।