বিএনপির দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১৯ আগস্ট সোমবার উপজেলা বিএনপি দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সকল সদস্যের সম্মতি কর্মী এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বহিষ্কার হওয়া দুই নেতা হলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সেলিম সরদার ও মাধবপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাফর সরদার।
গতকাল বিকেলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান ওয়াহিদুল ইসলাম প্রিন্স ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ আগস্ট জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে নাশকতার জন্য গোপন বৈঠকের প্রস্তুতি নিয়েছিলেন। এমন সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা মাধপাশা ইউনিয়ন পরিষদে গেলে সেখানে আওয়ামী লীগ নেতা কমিটির সাথে এই বিএনপি'র দুই নেতাকে দেখা গেছে।
এ বিষয় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স জানান ভবিষ্যতে কোন নেতাকর্মী কোন আওয়ামী লীগের অপকর্মের সহিত জড়িত থাকলে তাদেরকেও বহিষ্কার করার হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।