হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শিবলী সাদিক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৯:১৬ অপরাহ্ন
হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শিবলী সাদিক

নিজ নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর,ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) পৌঁছার সাথে সাথে হাজারো মানুষের ভালবাসায় সিক্ত জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এসময় তিনি চার উপজেলার বিভিন্ন পয়েন্টে পথসভা করেছেন। 


মঙ্গলবার(২৮ নভেম্বর) বিকেলে ৩ টায় হিলি চারামাথা মোড়ে পথসভা যোগদান করেন তিনি। পথসভায় পৌঁছার পরে তাকে উপজেলা, পৌর আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়। 


এসময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সম্পাদক মাহাবুব আলম, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক এমদাদুল মল্লিক টগর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান, সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক তৌকির, যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, কৃষকলীগের সাধারণ সম্পাদক ডালিম, ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সম্পাদক অনিক সরকারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আ'লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 


এর আগে তিনি সকাল ১০ টায় ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা ঘোড়াঘাট জিরোপয়েন্টে পৌঁছালে ৪ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক হাজার মোটরসাইকল, মাইক্রোবাস ও  ট্রাক যোগে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এরপর তিনি হাজার হাজার মানুষের ঢল নিয়ে জিরোপয়েন্ট থেকে মসজিদের ভিত্তি স্থাপন এর উদ্বোধন ও দোয়া করেন তিনি। পরে তিনি ঘোড়াঘাট- গাইবান্ধা মোড়ে পথসভায় যোগ দেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। 


এরপর তিনি নবাবগঞ্জের ভাদুড়িয়া বাজার ও দলারদরগা বাজারে পথসভায় যোগদান করেন। 

পরে বিকেল ৪ টায় বিরামপুর উপজেলা ঢাকা মোড়ে পথসভায় যোগ দেন। সব শেষে নিজ উপজেলা নবাবগঞ্জ আওয়ামীলীগ অফিসের সামনে পথ সভা করেন।  


পথসভায় শিবলী সাদিক  বলেন, আজকের এই মনোনয়ন প্রাপ্তি দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। তৃতীয়বারের মতো মনোনয়ন প্রাপ্তি আপনাদের দোয়ায় সফল হয়েছি। এই নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন সংবিধান ও বাংলাদেশের অগ্রযাত্রা কে রক্ষা করা ও সন্ত্রাসকে দমন করা নির্বাচন। এই এলাকার গরীব, দুঃখী  অসহায় মেহনতি মানুষের যে আকাঙ্খা ও চাওয়া সেটি যেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। 

উল্লেখঃ দিনাজপুর-৬ আসনের  হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শিবলী সাদিক। তরুন মেধাবী, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে আগেই দিনাজপুর-৬ এলাকাবাসীর নজর কেড়েছেন এমপি শিবলী সাদিক।